ও প্রিয়া | খালিদ সঙ্গীত

ও প্রিয়া | O priya | Khalid Sangeet | খালিদ সঙ্গীত




---------- Lyric ---------
ও প্রিয়া, খেলো না আর ঘূর্ণি খেলা ঘুরবে তুমি ঘুরবে সারা দুনিয়া খুললে তোমার খোপার বাঁধন দিয়ো চোখ আচঁলে ঢাকিয়া, ও প্রিয়া ও প্রিয়া, প্রিয়া প্রিয়া॥ ও প্রিয়া, তোমার রূপের এমনি ঝলক কেড়ে নেয় মোর চোখের পলক হাসিতে তোমার মুক্তা ঝরে দোলে নাকের নোলক। (তোমার) ডাগর চোখের চাহনি আমায় রাখে মন্ত্রে বাধিয়া। ও প্রিয়া ও প্রিয়া, প্রিয়া প্রিয়া॥ ও প্রিয়া, আচঁল ছিড়ে রূপ যে তোমার পড়ে মর্তে বাহিয়া মাতাল চোখে দেখি গো তাই আমি মুগ্ধ চাহিয়া। (তোমার) নগ্ন পায়ে নুপুর বাজে বুকের মাঝে থমকিয়া থমকিয়া। ও প্রিয়া ও প্রিয়া, প্রিয়া প্রিয়া॥

Comments