বাবা আমার বাবা






গানটি ওয়েলকাম টিউন হিসেবে মোবাইলে সেট করতে রবির গ্রাহকরা ডায়াল করুন *8466*271# Khalid Sangeet | খালিদ সঙ্গীত | Baba Amar Baba | বাবা আমার বাবা | Composer: Roman Rahman | Artist: Sangeeta | Writer: Mahbubul A Khalid | মাহবুবুল এ খালিদ | Song Category: Respect Song Web: http://www.khalidsangeet.com Facebook: https://www.facebook.com/mahbubulakhalid --------- Lyric -------- বাবা আমার বাবা তুমি বটবৃক্ষ ছায়া, অন্ধকারে আলোর নিশানা পথ হারালে তুমি পথের ঠিকানা বাবা তোমার নেই তুলনা॥ পাপা ড্যাডি যা-ই বলো মনটা তার খুব ভালো। হৃদয়ে আছে তার ভালোবাসা বুকে আছে সাহস ভরা সে যে আমার প্রিয় বাবা॥ আধো আধো বোলে যখন বলেছি কথা সুধিয়ে দিয়েছে তাকে সে আমার প্রিয় বাবা। হাঁটি হাঁটি পা পা সেই ছোট্টবেলায় কাঁধে তুলে ঘুরিয়েছে সারাটি গাঁ সে যে আমার প্রিয় বাবা॥ ---------------- Gist ------------------- Daddy my daddy You are the shade of the banyan tree You are the lighthouse in darkness You are the right way when we get lost Daddy, you are truly unique. Papa, daddy whatever you call him His mood is very good. He is full of love in heart And courage in mind He is my loving dad. When, in baby-talks I uttered half-words He got me corrected He is my loving dad. When I started walking in my childhood He took me around the village on his shoulder He is my loving dad.


‘বাবা’ ডাকের ইংরেজি প্রতিশব্দ ‘papa’। রাশিয়ান, হিন্দি, স্প্যানিশ ভাষায়ও ‘পাপা’ ব্যবহৃত হয়। আর জার্মান ভাষায়- ‘পাপি’। আইসল্যান্ডিক ভাষায় ‘পাব্বি’। সুইডিশ ভাষায় ‘পাপ্পা’। তুর্কি, গ্রিক, সোয়াহিলি এবং মালয় ভাষাসহ আরো অনেক ভাষায় ব্যবহৃত হয় ‘বাবা’। যে ভাষায় যেভাবেই বাবাকে ডাকা হোক না কেন, প্রায় প্রতিটি মানুষের জীবনে বাবা বটবৃক্ষের ছায়া হয়ে থাকেন। শিশুকাল থেকে বড় হওয়া পর্যন্ত বাবা পথ প্রদর্শক হিসেবে কাজ করেন। কখনো কখনো ভুল করে ভুলপথে পা বাড়াই আমরা। এরফলে বিপথগামী হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাতে বাবা কষ্ট পান। কখনো কখনো খুব করে বকে দেন। কিন্তু পরবর্তীতে ঠিকই সঠিক পথ, আলোর পথ দেখান। কারণ বাবা যে আমাদের জীবনের বাতিঘর। তার সঙ্গে আর কারো তুলনা চলে না। কারণ বাবার মাঝেই খুঁজে পাওয়া যায় এক আকাশ নির্ভরতা আর একরাশ নিরাপত্তার অনুভূতি।

বাবাদের মন সন্তানের প্রতি সবসময়ই স্নেহপ্রবণ। যদিও সন্তানরা ভুল করলে সাধারণত বাবাই শাসন করেন। পৃথিবীর প্রায় সবখানেই পরিবারের প্রধান হয়ে থাকেন বাবা। সে হিসেবে তাকে অনেক দায়-দায়িত্ব পালন করতে হয়। দৈনন্দিন অনেক ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। সারাদিন কঠোর পরিশ্রম করে পরিবারের সবার জীবিকার্জন করতে হয়। কিন্তু দিনশেষে ঘরে ফিরে সন্তানের সঙ্গে হাসিমুখে কথা বলেন বাবা। সন্তানকে জড়িয়ে ধরে আদর করেন। বাইরে যাই ঘটুক না কেন, ভেতরে তার অসাধারণ ভালো একটি মন রয়েছে। তার হৃদয়ে রয়েছে ভালোবাসার সীমাহীন আকাশ। যেকোনো বিপদ-আপদে বাবা সন্তানের জন্য বুক চিতিয়ে লড়াই করেন। যে কোনো ঝড়-ঝঞ্ঝায় পাহাড় হয়ে সামনে দাঁড়িয়ে পরিবারকে রক্ষা করেন। সন্তানের জন্য তার সাহস সীমাহীন।

বাবার কাঁধে চড়ে মেলায় যাওয়া, বাবার আঙ্গুল ধরে সারা গ্রাম ঘুরে বেড়ানোর মধুর স্মৃতি ভোলার নয়। পৃথিবীটাকে আমরা দেখতে শিখি বাবার হাত ধরে। কথা বলতে শিখি তার কাছ থেকে। আধো আধো বোলে প্রথম যখন কথা বলতে শুরু করি, তখন স্বাভাবিকভাবেই উচ্চারণে ভুল হয়। বাবা সে ভুল শুধরে দেন। শিখিয়ে দেন সঠিক শব্দটা। আমরা হাঁটতে শিখি বাবার পায়ে পা রেখে। তার আঙ্গুল ধরেই এগিয়ে যাই জীবনের পথে। তার দেখানো পথে চলেই পৌঁছে যাই সাফল্যের চূড়ায়।

বাবা নামক ব্যক্তিটির সঙ্গে পৃথিবীর আর কোনো ব্যক্তির তুলনা হয় না। তার সাহস, তার সাহায্য কিংবা তার ভালোবাসার সঙ্গে আরো কোনো ভালোবাসার তুলনা চলে না। একমাত্র বাবা-মা-ই সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেন। বাবার ভালোবাসার কাছে অন্য যেকোনো ভালোবাসাই তুচ্ছ। সন্তানের জন্য নিজের জীবন অকাতরে বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেন না তিনি। বাবা যে সন্তানের জন্য বটবৃক্ষের ছায়া। বিপদে-আপদে তার কাছে আশ্রয় পাওয়া যায়। পাওয়া যায় নিখাঁদ ভালোবাসা। আর সে কথাই কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ ফুঁটিয়ে তুলেছেন এই গানের মাধ্যমে।

Comments