পাহাড়ের কান্না সে যে | খালিদ সঙ্গীত
-------- Lyric -------- পাহাড়ের কান্না সে যে ঝরে ঝর্ণা হয়ে সকল মানুষ দু:খ ভুলে ঝর্ণায় গা ধুয়ে॥ চাপা ব্যথা রইছে জমা সাত পাহাড়ের তলে ঝর্ণা হয়ে ঝরছে গো তাই করে কল্ কল্ কল্ কলে। মিশছে গিয়ে সেই সাগরে যেথায় সব নদীরা যায় হারিয়ে॥ বানর তাহার মাসি পিসি ঝিঝি শোনায় গান অঝোরে কাঁদছে পাহাড় কে দেখে তার মান অভিমান। থামেনি তার কান্না আজো ঝরছে অফুরান দু:খ ছাপিয়ে॥
Composer: Mahbubul A Khalid | Artist : Nandita | Writer: Mahbubul A Khalid
Comments
Post a Comment