সম্প্রতি প্রকাশিত হলো কন্ঠশিল্পী অমিত মল্লিকের গাওয়া ‘মেয়ে তুমি’ গানের ভিডিও। গানটির কথা ও সুর করেছেন অমিত মল্লিক নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন মিকতাহ্ জামান। গানটি প্রকাশ হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।
মূলত ‘মেয়ে তুমি’ গানটি অমিত মল্লিকের ‘একলা দুপুর’ অ্যালবামের। চার মিনিটি ছয় সেকেন্ড ব্যাপ্তির মিউজিক ভিডিওটিতে মডলে হয়েছেন রিবানী সিলভা। তার সঙ্গে উপস্থিত হয়েছে অমিত মল্লিক নিজেও।
রাজধানী ঢাকার খুবই কাছে পূর্বাচল উপশহরে অবস্থিত জিন্দা পার্কের মনোরম লোকেশনে গানটির দৃশ্যধারণের কাজ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন রাকেশ বসু। চিত্রগ্রহণ করেছেন অমিত দাস আর সম্পাদনা ও রং বিন্যাস বরেছেন রাইসুল ইসলাম অনিক।
গানটি প্রসঙ্গে অমিত মল্লিক বলেন, আমার খুবই পছন্দের একটি গান ‘মেয়ে তুমি’। গানটি আমার ‘একলা দুপুর’ অ্যালবামের থেকে নেয়া হয়েছে। গত জুলাই মাসে গানটির ভিডিওর দৃশ্যধারণের কাজ করা হয়। রাকেশ বসু বেশ যত্ন নিয়ে ভিডিওটি নির্মাণ করেছেন। গানটির কথা ও ভিডিওটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
Comments
Post a Comment